• আজ ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

সিরাজদিখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ ও র‍্যালীতে নেতাকর্মীদের ঢল!

| নিউজ রুম এডিটর ৬:২৫ অপরাহ্ণ | নভেম্বর ৭, ২০২৫ বিএনপি, রাজনীতি

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন। এসময় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। পরে উপজেলা বিএনপির সভাপতি, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীর নেতৃত্বে সেখান থেকে র‌্যালি বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া ভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

এতে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল ও মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করে বলেন, “এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।”

এর আগে উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ শিকদারের নেতৃত্বে মিছিল নিয়ে যুবদলের নেতাকর্মীরা র‌্যালীও সমাবেশে অংশগ্রহণ করেন। অপরদিকে রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খিজির চৌধুরী ও সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারের নেতৃত্বেও মিছিল সমাবেশে অংশ গ্রহণ করেন রশুনিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।