• আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী সংসদ নির্বাচন সশস্ত্রসহ সব বাহিনীর সঙ্গে বৈঠকে ইসির

| নিউজ রুম এডিটর ১২:৫৩ অপরাহ্ণ | অক্টোবর ২০, ২০২৫ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ে সশস্ত্র বাহিনীসহ সব বাহিনীর সঙ্গে বৈঠক বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার  এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, সশস্ত্র বাহিনী বিভাগ, ডিজিএফআই, এনএসআই, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, এনটিএমসি, র‍্যাব এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডির প্রতিনিধি/ মহাপরিচালকরা উপস্থিত রয়েছেন।

এছাড়া বৈঠকে চার নির্বাচন কমিশনার, সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত আছেন।

ইসির কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনে এক ডজন বিষয়কে চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। আজকের বৈঠকে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, সংখ্যালঘুদের নিরাপত্তা, পার্বত্য এলাকার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর কাজে প্রশাসনের কাজের সমন্বয়, অবৈধ অস্ত্র ব্যবহার রোধ, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন পরিকল্পনাসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হতে পারে তফসিল।