

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে পঞ্চাশ উর্দ্ধো এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল দশটায় চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, সদরের রামকৃষ্ণপুর গ্রামে অটোরিকশা চালক হেলাল মিয়ার ঘরের মেঝেতে অজ্ঞাত ওই নারীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ তাৎক্ষনিক ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারে নি। কিন্তু স্থানীয়রা ওই নারীকে বিভিন্ন মাজারে ঘুরতে দেখেছেন বলে দাবি করেছেন।
এঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে।