
শেফালী আক্তার রাখি,মোরেলগঞ্জ প্রতিনিধিঃবাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির উদ্যোগে র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শহরের পৌরপার্ক থেকে উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবি এম ওবায়দুল ইসলাম।
উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন, কেন্দ্রীয় তাঁতীদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, জেলা বিএনপি সদস্য এ্যাড. ফারহানা জামান নিপা।
এ সয়ম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, উপজেলা যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগ, সহ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লবের চেতনায় আগামির রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার অঙ্গিকার নিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে বিজয়ের জন্য সকলকে কাজ করার জন্য আহবান জানান।






















