• আজ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

সুনামগঞ্জ সীমান্ত থেকে নিয়ে যাবার পথে

৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার

| Peoples News ৯:৩৯ অপরাহ্ণ | নভেম্বর ১৫, ২০২৫ সারাদেশ, সিলেট

সিলেট । । সীমান্ত থেকে থেকে নিয়ে যাবার পথে ৯৫০ রাউন্ড কার্তুজসহ দুই অস্ত্র কারবারি গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি)পুলিশ।

শনিবার জেলার সুনামগঞ্জ সীমান্তের ওপার (ভারত) থেকে মোটরসাইকেল যোগে দুটি ব্যাগভর্তি করে কার্তুজ নিয়ে যাবার পথে জামালগঞ্জের সাচনা বাজার এলাকা থেকে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, সুনামগঞ্জ সদর উপজেলার সীমান্ত গ্রাম মঙ্গলকাটা আমপাড়া(রাধানগর) গ্রামের জামাল মিয়ার ছেলে মামুন মিয়া, একই গ্রামের তাজ উদ্দিনের ছেলে উবায়দুল।
শনিবার সন্ধায় সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান. সীমান্তের ওপার ভারত থেকে দুটি মোটরনাইকেল যোগে চার আরোহি দুটি ব্যাগভর্তি শর্টগানের কাতর্ুৃজের চালান নিযে যাবার পথে জেলার জামালগঞ্জের সাচনা বাজার এলাকায় ডিবি পুলিশের একটি টিম মামুন ও উবায়দুলকে গ্রেফতার করে। এরপর তাদের হেফাজতে থাকা দুটি ব্যাগ তল্লাশী করে ৯৫০ রাউন্ড শর্ট গানের কার্তুজ ও একটি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

একই সময় গ্রেফতার দুই অস্ত্রকারবারির সাথে আসা অপর দুই অস্ত্র কারবারি মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।