• আজ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

বিশ্ব ডায়াবেটিস দিবস

মোরেলগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস র‍্যালি ও আলোচনা সভা

| Peoples News ৫:৪৩ অপরাহ্ণ | নভেম্বর ১৬, ২০২৫ সারাদেশ

 

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে পালন করা হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় র‍্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সুষম খাদ্য গ্রহণ ও হাঁটার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, ডায়াবেটিসমুক্ত জীবন যাপনের জন্য পরিবার ও সমাজের সবাইকে ডায়াবেটিস সম্পর্কে সচেতন হতে হবে।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ শামীম হোসেন বলেন, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও সম্ভাব্য রোগী চিহ্নিত করার জন্য ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বলইবুনিয়া ইউনিয়ন পরিষদের সামনে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।