• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

ধর্ষণের পর স্পর্শকাতর অঙ্গে ছ্যাঁকা ও চুল কেটে দেয়ার অভিযোগ, গ্রেফতার ১

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০২১ সারাদেশ

সাভারের আশুলিয়ায় গৃহপরিচারিকাকে ধর্ষণের পর স্পর্শকাতর অঙ্গে ছ্যাঁকা দিয়ে নির্যাতন ও পরে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। হয়েছে মামলাও।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে অভিযুক্ত গৃহকর্তা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় দেলোয়ার ও তার স্ত্রী লিপিসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলায় বলা হয়, মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহপরিচারিকাকে ধর্ষণ করে দেলোয়ার। পরে দেলোয়ারের স্ত্রী লিপি বাসায় ফিরলে তাকে বিষয়টি জানান নির্যাতনের শিকার ঐ নারী।

এসময় মিথ্যা অপবাদ দেয়ার অভিযোগ এনে উল্টো গৃহপরিচারিকাকে বেধড়ক মারধর করে দেলোয়ারের স্ত্রী। এক পর্যায়ে তার চুল কেটে স্পর্শকাতর স্থানে গরম ছ্যাকা দেয়া হয়। পরে হাসপাতালে ভর্তি হন নির্যাতনের শিকার গৃহপরিচারিকা।

পিএন/জেটএস