• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

ধর্ষণের পর স্পর্শকাতর অঙ্গে ছ্যাঁকা ও চুল কেটে দেয়ার অভিযোগ, গ্রেফতার ১

| নিউজ রুম এডিটর ৬:৩৩ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৭, ২০২১ সারাদেশ

সাভারের আশুলিয়ায় গৃহপরিচারিকাকে ধর্ষণের পর স্পর্শকাতর অঙ্গে ছ্যাঁকা দিয়ে নির্যাতন ও পরে চুল কেটে দেয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত গৃহকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। হয়েছে মামলাও।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে অভিযুক্ত গৃহকর্তা দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় দেলোয়ার ও তার স্ত্রী লিপিসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলায় বলা হয়, মঙ্গলবার বাড়িতে কেউ না থাকার সুযোগে গৃহপরিচারিকাকে ধর্ষণ করে দেলোয়ার। পরে দেলোয়ারের স্ত্রী লিপি বাসায় ফিরলে তাকে বিষয়টি জানান নির্যাতনের শিকার ঐ নারী।

এসময় মিথ্যা অপবাদ দেয়ার অভিযোগ এনে উল্টো গৃহপরিচারিকাকে বেধড়ক মারধর করে দেলোয়ারের স্ত্রী। এক পর্যায়ে তার চুল কেটে স্পর্শকাতর স্থানে গরম ছ্যাকা দেয়া হয়। পরে হাসপাতালে ভর্তি হন নির্যাতনের শিকার গৃহপরিচারিকা।

পিএন/জেটএস