• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  | ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে বিক্ষোভ |

বাংলাদেশে এসে গান গাইতে চান ‘মাগে হিতে’র শিল্পী

| নিউজ রুম এডিটর ৪:৪৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ১৮, ২০২১ আন্তর্জাতিক

শ্রীলঙ্কান গায়িকা ইয়োহানি ডি’ সিলভার ‘মানিকে মাগে হিতে’ গানের শ্রোতাপ্রিয়তা এখন আকাশচুম্বী। বাংলাদেশের হিরো আলমসহ অনেকেই নিজের মতো করে গানটি গেয়ে আপলোড করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

নতুন খবর হচ্ছে, কথা নয়, শুধু গানের সুরই যে সংগীতপ্রেমীদের মোহাচ্ছন্ন করে ফেলে তার প্রমাণ আবারও দিলেন শ্রীলংকার ‘র‌্যাপ প্রিন্সেস’ ইয়োহানি দিলোকা ডি সিলভা।

আগস্টের শেষ দিক থেকে এখন পর্যন্ত নেটদুনিয়ায় ভাইরাল তার একটি গান— ‘মানিকে মাগে হিতে’।

গানের ভাষা অচেনা। একটি শব্দের অর্থও জানেন না বাংলাদেশের কেউ। অথচ গানের সুরে বুঁদ হয়ে গেছেন সবাই। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক সবখানেই এখন গানটি নিয়ে আলোচনা।

‘মানিকে মাগে হিতে’ গানটি যে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তা জানেন ইয়োহানি।

এক ভিডিও সাক্ষাৎকারে ইয়োহানি বলেছেন, সুযোগ পেলে তিনি আবারও আসতে চান বাংলাদেশে।

তার মানে বাংলাদেশে তিনি এসেছিলেন এর আগে!

ইয়োহানি জানিয়েছেন, বাবা-মায়ের সঙ্গে খুব অল্প বয়সে বাংলাদেশে এসেছিলেন তিনি।

তিনি বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশে আমি যখন গিয়েছিলাম, তখন আমি এতোটাই ছোট ছিলাম যে, সেই স্মৃতি মনে করতে পারছি না। সে সময়ের কথা আমার খুব বেশি মনে নেই। তবে আমি আবারও বাংলাদেশে যেতে চাই। যত শিগগিরই সম্ভব যেতে চাই। বলতে পারেন আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশে যেতে চাই।’

বাংলাদেশের প্রতি এতোটা ভালোবাসার দৃষ্টান্ত হিসেবে বাংলা ভাষায় কোনো গান গাইবেন?

জবাবে ইয়োহানি বলেন, ‘হ্যাঁ অবশ্যই আগ্রহী। আমি আসলে নতুন কিছু করতে ভালোবাসি।যদি আমি বাংলা ভাষা শিখতে পারি, তাহলে অবশ্যই আমি বাংলায় গান গাইব।’

পিএন/জেটএস