• আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা | একেকজনের মৃত্যুতে জেগে উঠবে শত শত বীর: ইরানের প্রেসিডেন্ট | ডেঙ্গু ও করোনা প্রতিরোধে  শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা | বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা | ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলাকারী চেয়ারম্যানের কারাগারে ‘আত্মহত্যা’ | ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা চীনের | ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুঁড়ল ইরান | লন্ডনে ‘একান্ত বৈঠকের’ আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে |

বগুড়ায় দুই ওসির নম্বর স্পুফিং করে প্রার্থীদের কাছে অর্থ দাবি

| নিউজ রুম এডিটর ৭:০৯ অপরাহ্ণ | নভেম্বর ১০, ২০২১ বাংলাদেশ

দ্বিতীয় ধাপে আগামীকাল বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ ও শেরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুই থানার ওসির মুঠোফোন নম্বর স্পুফিং করে বিভিন্ন প্রার্থীর কাছে অর্থ দাবি করা হয়েছে। বুধবার দুপুর পৌনে ৩টায় জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ সম্পর্কিত একটি সতর্কবার্তা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী। তিনি জানান, স্পুফিং হচ্ছে কম্পিউটারে ডিজিটাল প্রতারণা করে অনলাইন অ্যাপের মাধ্যমে কারও নম্বর হুবহু ব্যবহার করা।

তিনি আরও জানান, শেরপুর ও শিবগঞ্জ থানার ওসির মুঠোফোন নম্বর স্পুফিং করে আগামীকালের ইউপি নির্বাচনে বিভিন্ন প্রার্থীকে সুবিধা দেওয়ার কথা বলে অর্থ চাওয়া হয়েছে। বিষয়টি কারা ঘটিয়েছে তাদের শনাক্তে আমাদের কাজ চলছে।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, শিবগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম শান্তুর (আনারস) কাছে আমার নম্বর স্পুফিং করে নির্বাচনে সুবিধা দেওয়ার জন্য টাকা দাবি করা হয়। বিষয়টি জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।