• আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ |

১৪ নারী কয়েদিকে মুক্তি দিল তালেবান

| নিউজ রুম এডিটর ৭:০০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৪, ২০২২ আন্তর্জাতিক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি কারাগার থেকে ১৪ নারী কয়েদিকে মুক্তি দিয়েছে তালেবান। কারাগারের কর্মকর্তাদের বরাত দিয়ে আফগানিস্তানের স্থানীয় সংবাদ সংস্থা খামা প্রেস এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সরকারি প্রতিনিধিদের গঠিত একটি কমিটির মূল্যায়নের ভিত্তিতে ওই নারী বন্দিদের মুক্তি দেওয়া হয় বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

গণমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মূল্যায়নের ভিত্তিতে ১৪ নারী কয়েদিকে ৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার মুক্তি দেওয়া হয়।

তালেবানের অন্তর্বর্তী সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের কাউন্টার নার্কোটিক কমিটির প্রতিনিধি মৌলাই আব্দুল হক জানান, যে আফগানিস্তানের সব কারাগারেই নারী কয়েদিদের মুক্তির বিষয়টি অগ্রাধিকারের ভিত্তিতে দেখা হচ্ছে।

আব্দুল হক আরও বলেন, বেআইনি এবং শরিয়া আইনের পরিপন্থী এবং সামাজিক শৃঙ্খলা নষ্ট করে এমন কর্মকাণ্ড না করার প্রতিশ্রুতি দিয়েছেন মুক্তিপ্রাপ্ত বন্দিরা।

এর আগেও অপরাধের মাত্রা কম কিংবা কোনো অপরাধ না করেই বন্দি ছিলেন এমন বেশ কয়েকজন পুরুষ বন্দিদের মুক্তি দিয়েছিল তালেবান।