• আজ ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! | ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ | সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি | দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে তিন বিভাগে | সত্য সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা | শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ | জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা | ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়: মোদি | বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন | শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের |

দক্ষিনখানের আনাছে কানাচে মাদক আর মাদক

| নিউজ রুম এডিটর ১:০৯ অপরাহ্ণ | মার্চ ৬, ২০২২ অপরাধ-দুর্নীতি

মোঃরফিকুল ইসলাম মিঠু।। মাদকের বিরুদ্ধে পুলিশ প্রধান ও র্যাব প্রধান জিরো টলারেন্স ঘোষণা করার পর থেকে সারাদেশে প্রতিদিন বিপুল পরিমাণ মাদক ধরা পড়লেও মাদকের ভয়াবহতা থেকে মুক্ত হতে পারেনি দক্ষিনখান থানা এলাকা।

উক্ত এলাকার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেক মাদককারবারী।বড়, মাঝারি, চোট তিন শ্রেনীতে এরা বিভক্ত। চেইনের মাধ্যমে তারা ব্যাবসা কার্যক্রম পরিচালনা করে থাকেন বলে জানাযায়।

বিভিন্ন জায়গায় অভিযানও পরিচালনা করা হয়। গ্রেপতার করা হয় অনেক রাঘববোয়াল। অজ্ঞাত কারনে অনেকেই চালানবিহীন মুক্ত হয়ে যান। প্রায় সময় শুনা যায় থানায় অনেক মামলার ধ্যান দরবার করে তা মিটানো হয় পারিবারিক বা সামাজিক শালীষের মাধ্যমে।

সমাজপতিদের দাবী মাদকের মত শাস্তি যোগ্য কোন অপরাধী যেন এই সুযোগ গ্রহণ করতে না পারে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। লোকমুখে শুনা যায় এস আই নকিব সহ অনেকেই মাদকের নামে সাধারণ মানুষ কে হয়রানি করে থাকেন এমনটা কাম্য নয়।

গত কয়েকদিন আগে চালাবন হাজীপাড়া এলাকার
একটি গঠনাকে কেন্দ্র করে ওসি মোঃ মামুনুর রহমানের সাথে কথা তিনি বলেন থানায় গিয়ে খতিয়ে দেখবো। তবে মাদক কারবারি দের সাথে কোন প্রকার আপোষ নেই। সে যেই হোক না কেন। দক্ষিনথান থানার আরেক চৌকস অফিসার তাহেরের সাথে টেলিফোনে কথা হলে তিনি বলেন আমাদের থানার বিরুদ্ধে কেউ যদি
কোন অভিযোগ করেন তা সঠিক নয়।

আমাদের অফিসার ইনচার্জ, অপারেশন, তদন্ত প্রত্যেকেই ভালো মন মানসিকতা সম্পন্ন লোক।

তারা কোন অন্যায়কে সর্মথন করেন না। আর আমার সহকর্মিরা সকলেই ভালো।