• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহনন!

| নিউজ রুম এডিটর ৮:৪৫ অপরাহ্ণ | জুন ৬, ২০২২ সারাদেশ

স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে মোঃ সালাউদ্দিন (৩২) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গত রবিবার দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর গ্রামের সরকারী আশ্রয়ন প্রকল্পে আত্নহননের এ ঘটনা ঘটে । নিহত যুবক বাসাইল ইউনিয়নের ব্রজেরহাটি গ্রামের মৃত তমিজ উদ্দিন শেখের পুত্র। খবর পেয়ে সিরাজদিখান থানা পুলিশ গতকাল সোমবার সকালে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। নিহত মৃত সালাউদ্দিন স্ত্রীসহ এক ছেলে ও দুই মেয়ে নিয়ে পলাশপুর আশ্রয়ন প্রকল্পে বসবাস করতেন ।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মোঃ আজগর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,অভাবের সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো । রবিবার রাতে বসত ঘড়ের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্নহত্যা করে । ধারন করছি স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারনে এ ঘটনা ঘটতে পারে তবে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ পাঠানো হয়েছে । রিপোর্ট আসলে আরো বিস্তারিত জানা যাবে ।