পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। সংসদে জোট সঙ্গী রাজনৈতিক দল ফাইভ স্টারের কাছ থেকে সমর্থন হারানোর কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগপত্র জমা দেন তিনি।
গত ফেব্রুয়ারিতে জোট সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ইউরোপীয়ান কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাঘি।
এক বিবৃতিতে তিনি বলেন, জোটের ভেতরকার বিশ্বাসের ঘাটতির কারণে জোট সরকার ভেঙে যাচ্ছে।
তিনি বলেন, আমি সন্ধ্যার মধ্যেই প্রেসিডেন্টের কাছে আমার পদত্যাগপত্র জমা দেবো।
সম্প্রতি জীবনযাপনের খরচ বৃদ্ধির ইস্যুতে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছিল। এ ঘটনা আরও বড় হয় যখন ফাইভ স্টার গ্রুপের প্রধান গিউসেপ্পে কোনটে সরকারের ১৯.৫ বিলিয়ন ডলারের প্যাকেজ নিয়ে আলোচনায় সরকারের যথাযথ ভূমিকা নেই বলে অভিযোগ করেন। তার অভিযোগ, দ্রাঘি মানুষের জীবনযাপনকে সহজ করতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন।
এ ঘটনায় বৃহস্পতিবার সিনেটের ভোটের সময় প্রধানমন্ত্রী বার বার সতর্ক করে বলেন ফাইভ স্টার গ্রুপের সমর্থন ছাড়া সরকার যথাযথভাবে কাজ চালিয়ে যেতে পারবে না।
সূত্র: বিবিসি