• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

কুড়িগ্রামে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ৭ জুয়াড়ী গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৬:৩৬ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২৩ অপরাধ-দুর্নীতি

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ সহ সাত জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর বাজারপাড়া (নয়াবাড়ি) গ্রামের অালম মিয়ার বসতবাড়ি থেকে জুয়াড়ীদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৭ জুলাই) দুপুরে এতথ্য নিশ্চিত করেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার।

গ্রেফতাররা হলো, উপজেলার খেয়ারচর বাজার দক্ষিণ পাড়া গ্রামের ইমাম হোসেন (৪২), খেয়ারচর এলাকার হাবিবুর রহমান (৩০), জয়নাল আবেদীন (৫৩), বিক্রিবিল দক্ষিণ পাড়া এলাকার ফুল মিয়া (৩৫), নুরনবী (৪০), খেওয়ারচর বাজার এলাকার মুকুল মিয়া (৩০) ও খেওয়ারচর দক্ষিণ পাড়া এলাকার লাল মিয়া (৫০)।

পুলিশ জানায়, বুধবার (২৬ জুলাই) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার যাদুরচর ইউনিয়নের খেওয়ার চর বাজারপাড়া (নয়াবাড়ি) গ্রামে বিশেষ অভিযান চালায় রৌমারী থানা পুলিশের একটি দল। এসময় ওই এলাকার অালম মিয়ার বসতবাড়িতে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ীকে গ্রেফতার করা হয়। জুয়ার স্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৪ হাজার ১শ ৫০ টাকা জব্দ করা হয়।

ওসি রূপ কুমার সরকার বলেন, ‘গ্রেফতার ৭ জুয়াড়ীর বিরুদ্ধে জুয়া অাইনে মামলা দায়ের করে বিজ্ঞ অালাদতে প্রেরণ করা হয়েছে।’