• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র | জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন | সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত: প্রধান উপদেষ্টা | দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে কয়েকটি সিদ্ধান্ত | থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর |

ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালনে ইবি শিক্ষার্থীরা

| নিউজ রুম এডিটর ৯:২৯ অপরাহ্ণ | আগস্ট ১২, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি:দেশ সংস্কারের অংশ হিসেবে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (১২ আগস্ট) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে এ কার্যক্রম শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। শতাধিক শিক্ষার্থী এ কার্যক্রমে অংশগ্রহণ করে। সমন্বয়ক কমিটির পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে গ্লাভস ও মাস্ক বিতরণ করা হয়।

এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার, সৃতিসৌধ ও বিশ্ববিদ্যালয়ের নাম ফলক পরিষ্কার করে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন এলাকা, ডায়না চত্ত্বর ও বটতলাসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার করে তারা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন, শিক্ষার্থীরা আন্দোলন শেষে এখন দেশ সংস্কারের কাজ করতেছে। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও দেশ সংস্কারে অংশ হিসেবে আজ বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পাল করতেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য’র সভাপতি আমিনুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলমান ক্লিন কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ‘তারুণ্য’ থেকে আমরাও অংশগ্রহণ করেছি। আমরা টিম ভাগ করে বিভিন্ন জায়গায় কাজ করতেছি। আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন বাংলাদেশের প্রত্যাশা করি। আমরা মনে করি আমাদের হাত ধরেই একটি সুন্দর দেশ গড়ে উঠবে।