• আজ ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

সিরাজদিখানে শিক্ষার্থীদের তোপের মুখে প্রিন্সিপালের পদত্যাগ!

| নিউজ রুম এডিটর ১০:৩১ অপরাহ্ণ | আগস্ট ২১, ২০২৪ শিক্ষাঙ্গন

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নে অবস্থিত বিক্রমপুর আদর্শ কলেজের অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খানের পদত্যাগের দাবীতে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থী। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কলেজের টিচার্স কক্ষে অধ্যক্ষের পদত্যাগের দাবীতে প্রায় আধ ঘন্টা ব্যপী নানা শ্লোগান দেন তারা। এসময় অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাধা প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠানে অভ্যন্তরী রাজনীতিসহ নানা অনিয়ম দূর্ণীতির অভিযোগ এনে পদত্যাগে বাধ্য করলে শিক্ষার্থীদের তোপের মুখে একপর্যায়ে দুপুর ১২ টার দিকে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন প্রিন্সিপাল ওয়াহিদুর রহমান খান। পরে কলেজের অন্যান্য শিক্ষকদের কাছ থেকে প্রিন্সিপালের পদত্যাগের সম্মতি স্বরূপ স্বাক্ষর আদায় করেন শিক্ষারা।

এদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দানকারী পুলিশ সদস্যদের কলেজে নিয়ে আপ্যায়ন করা, শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে বাজে আচরন করা, কলেজে রাজনীতি নিষিদ্ধ থাকার পরও অভ্যন্তরীন রাজনীতি চালিয়ে যাওয়া, শিক্ষার্থীদের ক্লাসের চেয়ে পরীক্ষার পরিমাণ বেশি করা, যে কোনো কাগজপত্র তুলতে গেলে অর্থ আদায়, শিক্ষার্থীদের তুচ্ছ তাচ্ছিল্য চোখে দেখা, জেলা বা উপজেলা পর্যায়ে কোন ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ করতে না দেওয়া, নির্ধারিত ফি নেওয়ার নিয়ম থাকা সত্যেও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ লিখিত ভাবে তোলা হয়।

তবে পদত্যাগকৃত অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খান বললেন ভিন্ন কথা, শিক্ষার্থীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে যত অনিয়ম দূর্ণীতির অভিযোগ তোলা হয়েছে সেসব অভিযোগ সমূহ মিথ্যা। এছাড়া ছাত্র আন্দোলন কলেজের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকা, তিনি এবং তার মায়ের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জনিত কারণে ব্যস্ত থাকায় আন্দোলনের ব্যপারে শিক্ষার্থীদের কোন প্রকার বাধা প্রদান করেন নি এবং তাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে জোর পূর্বক পদত্যাগ করানো হয়েছে। স্ব-ইচ্ছায় তিনি পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন নি জোর করে তাকে অন্যায় ভাবে পদত্যাগ করানো হয়েছে মর্মে অভিযোগ অধ্যক্ষ ওয়াহিদুর রহমান খানের। এ ব্যপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরে জানানোসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা সাংবাদিকদের জানিয়েছেন।