• আজ ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার | গাজায় বর্বরতার প্রতিবাদ: কানাডা-ইউরোপেও ইসরাইলবিরোধী বিক্ষোভ | যুক্তরাষ্ট্রে ৩০ দিনের বেশি থাকা বিদেশিদের নিবন্ধন করার নির্দেশ | নেতানিয়াহুর ছবিতে পেটানোর খবর ইসরাইলের গণমাধ্যমে | সোহরাওয়ার্দী উদ্যানে ‘মার্চ ফর গাজা’ সমাবেশে ঘোষণাপত্র পাঠ |

বোরো ফসল রক্ষা বাঁধের নামে অহেতুক কোন প্রকল্প নেওয়া হবে না — সৈয়দা রিজওয়ানা হাসান

| নিউজ রুম এডিটর ১১:২৮ অপরাহ্ণ | নভেম্বর ২৬, ২০২৪ জাতীয়, বাংলাদেশ

 

বিশেষ প্রতিবেদক: বোরো ফসল রক্ষা বাঁধের নামে অহেতুক কোন প্রকল্প নেওয়া হবে না, যা পরিবেশের ক্ষতি করে। এক কথায় পরিবেশ রক্ষা করেই বাঁধ নির্মাণ করা হবে।

মঙ্গলবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সুনামগঞ্জের তাহিরপুরের রামসার প্রকল্পভুক্ত টাঙ্গুয়ার হাওর বোরো ফসলি মাটিয়াইন হাওরসহ উপজেলার বিভিন্ন হাওর পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেছেন।

উপদেষ্টা উদ্ভেগ প্রকাশ করে আরো বলেন, ‘হাওরে যেভাবে পলিথিন দেখলাম,এসব বিষয়ে আমরা একটি পরিকল্পনা হাতে নিচ্ছি। হাওরের পরিবেশ-প্রকৃতি কীভাবে ঠিক থাকবে, তা নিয়ে আমরা একটি পরিকল্পনা করছি।

তিনি আরো বলেন, হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণে কেউ অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষে হবে। পাশাপাশি টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম কার্যক্রম চলবে, তবে তা নিয়ন্ত্রিত এবং পর্যাপ্ত নজরদারির মধ্যে থাকবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, হাওরাঞ্চলের লাখ লাখ মানুষ বোরো ফসলের উপর নির্ভরশীল। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে বড় ধরনের বন্যা আসার আগে কৃষকরা সোনালি ধান ঘরে তুলতে পারেন।

হাওর পরিদর্শনকালে কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,পানি সম্পদ মন্ত্রণালয় সচিব, সুনামগঞ্জ জেলা প্রশাসক,পুলিশ সুপার, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রশাসনের দায়িত্বশীল অফিসারগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়,চলতি বছর বোরো মৌসুমে জেলার তাহিরপুরসহ বিভিন্ন উপজেলায় ১৩৪টি হাওরের বোরো ফসল রক্ষায় ১৭০০ কিলোমিটার বাঁধ নির্মাণ করা হবে।