

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে তাকিয়া তাসনিম এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের (২০২৩-২৪) শিক্ষার্থী ছিলেন।
রোববার (১৫ ডিসেম্বর) ভোরে বিশ্ববিদ্যালয়ের বীরপ্রতীক তারামন বিবি হলের ৭ম তলায় ৭০০৫ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
তাকিয়ার সহপাঠীরা জানিয়েছেন, প্রেমিক সাব্বিরের সঙ্গে মনোমালিন্যের জেরে তাকে ভিডিও কলে রেখেই এমন মর্মান্তিক সিদ্ধান্ত নেন তাকিয়া। তৎক্ষণাৎ তাকিয়ার বান্ধবীদের ফোন করে দ্রুত রুমে গিয়ে দরজা ভেঙে তাকে উদ্ধার করতে বলেন সাব্বির। তবে তারা সময়মতো দরজা ভাঙতে ব্যর্থ হন। দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকিয়াকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বান্ধবীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের দায়িত্বরত চিকিৎসক হলে এসে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা এবং ওই ছাত্রীর মামা হলে উপস্থিত হয়ে আশুলিয়া থানার পুলিশকে খবর দেন।
জানা যায়, তাকিয়া ওই হলের আবাসিক শিক্ষার্থী হলেও নিয়মিত তিনি হলে থাকতেন না। সাভারে তার মামার বাসায় থাকতেন। শনিবারই (১৪ ডিসেম্বর) তিনি হলে এসেছেন বলে জানিয়েছেন পাশের কক্ষের শিক্ষার্থীরা