• আজ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর | ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল | ১৩ নভেম্বর ঘিরে সতর্ক সরকার, সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | ১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে | রাজধানীতে গির্জায় ককটেল হামলা | ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব | শেরপুরের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা | সালমান শাহ হত্যা মামলার আসামি কে এই আজিজ মোহাম্মদ ভাই? | জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের | সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের |

স্বৈরাচার দোসরদের অপতৎপরতার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ সমাবেশ

| নিউজ রুম এডিটর ১১:০১ অপরাহ্ণ | ডিসেম্বর ১৫, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি :স্বৈরাচার আওয়ামীলীগের দোসরদের অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)।

রোববার (১৫ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। এসময় তারা ‘ আবুসাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ; স্বৈরাচারের ঠিকানা, এই বাংলায় হবেনা; ছাত্রলীগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; ফ্যাসিবাদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবেনা’সহ বিভিন্ন শ্লোগান দেয়।

সহ-সমন্বয়ক হাসানুল বান্না অলী বলেন, স্বৈরাচারের দোসরা বিভিন্ন স্থানে মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে। কুষ্টিয়ায় আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। হামলাকারী সন্ত্রাসীদের অতিদ্রুত বিচারের দাবি জানাচ্ছি। পতিত সরকার নানামুখী ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে। নিষিদ্ধ ছাত্রলীগ যেন দেশে কোনো কর্মকাণ্ড না চালাতে পারে সরকারের প্রতি সেই আহবান জানাই। আওয়ামীলীগ আমাদের ভোটের অধিকার, বাক স্বাধীনতা কেঁড়ে নিয়েছে। তারা জুলাইয়ে ছাত্র-জনতার ওপর নৃশংস হামলা করেছে। বাংলাদেশের কোথাও স্বৈরাচার আওয়ামীলীগ কোনো সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে পারবে না।

সমন্বয়ক এস এম সুইট বলেন, আওয়ামীলীগ বিজয় দিবস পালনের ঘোষণা দিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তকে ধিক্কার জানাই। কারণ তারা দেশে ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়েছে। তারা নামে বেনামে বিভিন্ন প্রোগ্রাম করার চেস্টা করে। আগামীকাল তারা বিভিন্ন সংগঠনের নামে বিজয় দিবস পালনের পরিকল্পনা করছে। স্বৈরাচারীদের কোনোক্রমে বিজয় দিবস পালন করতে দেয়া হবে না। তারা বিজয় দিবস পালনের গ্রহণযোগ্যতা হারিয়েছে। ইন্ডিয়ায় বসে স্বৈরাচারীরা ষড়যন্ত্রের বিভিন্ন পরিকল্পনা করছে। আমরা ভারতকে বলতে চাই দুই দেশের সম্পর্ক পারষ্পরিক সহযোগিতার ভিত্তিতে। আপনারা অন্যায়ভাবে বাংলাদেশে কোনো হস্তক্ষেপ করকে চাইলে এর পরিণাম ভালো হবে না।