

সাদিকুর রহমান নিশান: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নানা মরহুম তালেবুর রহমান ও নানী বিবি জোবেদা খাতুন এর কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত ২২ ডিসেম্বর পঞ্চগড় জেলার সাঁকোয়া ইউনিয়নের জনসভায় প্রধান অতিথির বক্তব্য শেষে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের ব্রিটিশ রাণী এলিজাবেথ কতৃক প্রদত্ত টি ফ্যামিলির পারিবারিক কবর স্থানে জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন,পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ সহ ইউনিয়ন বিএনপির সভাপতি টি ফ্যামিলির সদস্য সাজ্জাদুল করিম, “টি “ফ্যামিলির সদস্য ও তরঙ্গ নিউজের সহ-সম্পাদক সাদিকুর রহমান নিশান, রেজওয়ানুল করিম, আবুল কালাম আজাদ, নাজমুল রহমান উজ্জ্বল সহ টি ফ্যামিলির অন্যান্য সদস্যরা।
উল্লেখ্য যে মরহুম তালেবুর রহমান ছিলেন তৎকালীন চন্দনবাড়ীর সাব রেজিস্টার (১৯২০) এবং অনারারী ম্যাজিস্ট্রেট, তাহার দ্বিতীয় কন্যা তৈয়বা মজুমদার খালেদা জিয়ার “মা” পরবর্তীতে বিবাহ সূত্রে ফেনী ও পরবর্তীতে দিনাজপুরে বাসিন্দা হন।