• আজ ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! | ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ | সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি | দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে তিন বিভাগে | সত্য সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা | শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ | জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা | ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়: মোদি | বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন | শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের |

সচিবালয়ে আগুন: উচ্চপর্যায়ের নতুন কমিটি গঠন

| নিউজ রুম এডিটর ৮:৫৫ অপরাহ্ণ | ডিসেম্বর ২৬, ২০২৪ বাংলাদেশ, লিড নিউজ

সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নতুন করে আরেকটি উচ্চপর্যায়ের কমিটি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে এ কমিটিতে গণপূর্ত মন্ত্রণালয়, পুলিশ মহাপরিচালক, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর কর্মকর্তা, ফায়ার বিশেষজ্ঞরা থাকবেন। উচ্চপর্যায়ের কমিটি কাজ করে তিনদিনের মধ্যে ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রাথমিক প্রতিবেদন জমা দেবেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বন ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে। কারণ এটা আমাদের সবার নিরাপত্তা, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় জড়িত। যে কারণে আমরা প্রাথমিক প্রতিবেদন জমা দেয়ার জন্য তিনদিনের সময় দিয়ে উচ্চপর্যায়ের এই কমিটি করেছি।’

তিনি আরও বলেন, ‘আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের সদস্যদের জরুরি বৈঠক হয়েছে। সেখানে এই কমিটি করার সিদ্ধান্ত হয়েছে।’

এর আগে সচিবালয়ে লাগা ভয়াবহ আগুনের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করে দেয় সরকার। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই কমিটির কথা জানানো হয়। এর কয়েক ঘণ্টার মধ্যে নতুন করে উচ্চপর্যায়ের কমিটি করল সরকার।