• আজ ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় দাসকে জামিন দিতে হাইকোর্টের রুল | পুরস্কারপ্রাপ্তদের পেছনে দাঁড় করিয়ে ফটোসেশন নিয়ে যা বললেন ফারুকী | সোমবার বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি ঘোষণা | আজ সরস্বতী পূজা, সারাদেশে চলছে বিদ্যার দেবীর আরাধনা | যুক্তরাষ্ট্রে ৯ দিনে ৭,৪০০ অবৈধ অভিবাসী গ্রেফতার | প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাচ্ছেন অভ্যুত্থানে আহতরা | ইজতেমার আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল | সরকারের সহায়তায় নতুন দল গঠন করলে জনগণ মেনে নিবে না : মির্জা ফখরুল | আজ পিপলস নিউজ’র সাবেক সম্পাদক আবুল কালাম আজাদ এর জন্মদিন | গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের |

ফি কমানোসহ ৯ দফা দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

| নিউজ রুম এডিটর ৩:৫৭ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সকল ফি কমানোসহ নয় দফা দাবি নিয়ে উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়েছে শাখা ছাত্রদল। শনিবার (০১ ফেব্রুয়ারী) উপাচার্যের কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র কাছে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ।

স্মারক লিপি প্রদানকালে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম ইয়াকুব আলী। এসময় আরো উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিঠুন, যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারক লিপিতে উল্লেখিত দফা সমূহ হলো: গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে বিশ্ববিদ্যালয়ে আওয়ামী প্রশাসন শিক্ষার্থীদের আকাঙ্খা, প্রত্যাশা ও মতামতের প্রাধান্য না দিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ফি তিনগুণ বৃদ্ধি করেছিল। এই অতিরিক্ত ফি শিক্ষার্থীদের গলার কাঁটায় পরিণত হয়েছে। তাই এই অতিরিক্ত ফি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত গ্রহণ করা। কোনো হলে শিক্ষার্থীদের অবৈধ সিট থাকবে না, সেটা নিশ্চিত করতে হবে এবং মেধার ভিত্তিতে সিট প্রদান করা, গণহত্যাকারী শেখ হাসিনা ও তার পরিবারের নামে সকল স্থাপনার নাম দ্রুত পরিবর্তন করা, স্বৈরাচারীর দোসরদের গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত অপসারণ করা। জুলাই গণঅভ্যূত্থানে বিরোধীতাকারী সকল শিক্ষক-কর্মকর্তাদের দ্রুত শান্তির আওতায় নিয়ে আসা, বিগত স্বৈরাচার খুনি শেখ হাসিনা সরকারের শাসনামলে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী নিয়োগের সুষ্ঠু তদন্ত করে অবৈধ নিয়োগ বাতিল করা,গণহত্যাকারী শেখ হাসিনা সরকারের শাসনামলে সকল প্রকার উন্নয়নমূলক কাজ এবং নির্মাণ সরঞ্জাম ক্রয়ের সুষ্ঠু তদন্ত করা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সীমানা নির্ধারণ করতে হবে এবং পশ্চিম পার্শ্বে প্রধান ফটক নির্মাণ করা, ক্যাম্পাস সম্পূর্ণরূপে সিসি ক্যামেরার আওতাভূক্ত করতে হবে এবং জরুরী ভিত্তিতে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, নাম পরিবর্তনের ব্যাপারে আমরা সকল ছাত্র সংগঠনের সাথে আলাপ করবো। ভবিষ্যতে ছাত্র সংগঠন গুলোর সকল ন্যায্য দাবি আদায়ে আমরা কাজ করবো।