• আজ ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন | ইসরাইলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, পাঠিয়েছে শত শত ড্রোন |

চারুকলার রঙে ইবিতে বসন্ত উৎসব উদযাপন

| নিউজ রুম এডিটর ৯:৪০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন , ইবি : ঋতুরাজ বসন্তকে স্মরণ করে বসন্ত উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারকলা বিভাগ। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই উৎসব হয়। এসময় বিভাগটির শিক্ষার্থীরা নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, চিত্র প্রদর্শনী ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এবিষয়ে আয়োজকরা বলেন, শীতের জীর্ণতা শেষে প্রকৃতি সাজে নতুন রুপে। পলাশ, শিমুল কাঞ্চনসহ নানা ফুলে বাহারি রঙ আর কোকিলের কুহু কুহু গানে মুখরিত থাকে চারপাশ। সেই ঋতুরাজ বসন্তকে স্মরণ করেই আজকের এই আয়োজন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সবসময় বসন্তের আনন্দের মধ্য দিয়ে যায়। তাই এই প্রত্যাশা করি আমাদের হৃদয় শিল্পীদের হৃদয়ের মতো সুশোভিত হোক।