• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

চারুকলার রঙে ইবিতে বসন্ত উৎসব উদযাপন

| নিউজ রুম এডিটর ৯:৪০ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৬, ২০২৫ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন , ইবি : ঋতুরাজ বসন্তকে স্মরণ করে বসন্ত উৎসবের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারকলা বিভাগ। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এই উৎসব হয়। এসময় বিভাগটির শিক্ষার্থীরা নাচ-গান, কবিতা পাঠ, নাটক মঞ্চায়ন, চিত্র প্রদর্শনী ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তোলেন।

উৎসবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি ড. কামরুল হাসান। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এবিষয়ে আয়োজকরা বলেন, শীতের জীর্ণতা শেষে প্রকৃতি সাজে নতুন রুপে। পলাশ, শিমুল কাঞ্চনসহ নানা ফুলে বাহারি রঙ আর কোকিলের কুহু কুহু গানে মুখরিত থাকে চারপাশ। সেই ঋতুরাজ বসন্তকে স্মরণ করেই আজকের এই আয়োজন।

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সবসময় বসন্তের আনন্দের মধ্য দিয়ে যায়। তাই এই প্রত্যাশা করি আমাদের হৃদয় শিল্পীদের হৃদয়ের মতো সুশোভিত হোক।