• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

কালীগঞ্জে ছাত্রলীগ কর্মীকে নির্যাতনের অভিযোগে ওসি প্রত্যাহার

| নিউজ রুম এডিটর ১১:৫৩ পূর্বাহ্ণ | সেপ্টেম্বর ১৪, ২০২২ আইন ও আদালত

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুলকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স।

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান ১৩ সেপ্টেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘লালমনিরহাট জেলার নিরস্ত্র পুলিশ পরিদর্শক এটিএম গোলাম রসুলকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে এপিবিএন-এ যোগদানের নিমিত্তে ছাড়পত্র গ্রহণ করবেন। অন্যথায় ১৯ সেপ্টেম্বর তারিখ হতে তাৎক্ষণিক অবমুক্ত(স্ট্যা- রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।’

উল্লেখ্য, থানায় ডেকে এনে মিজানুর রহমান নামে এক ছাত্রলীগ নেতাকে (কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক) মানসিক নির্যাতনের অভিযোগ ওঠে লালমনিরহাটের কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুলের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ এক সংবাদ সম্মেলন করে।

এর আগে স্থানীয় এক সাংবাদিককে চায়ের দাওয়াত দিয়ে থানায় ডেকে এনে গ্রেফতার করারও অভিযোগ ওঠে ওসির বিরুদ্ধে। এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্য পুলিশ বাহিনীকে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। একপর্যায়ে ওসি এটিএম গোলাম রসুলের ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়। এর মধ্যেই তাকে স্ট্যা- রিলিজ করে বদলির প্রজ্ঞাপন জারি করছে বাংলাদেশ পুলিশের প্রধান দফতর।

জানা গেছে, চলতি মাসের গত ৩ সেপ্টেম্বর দুপুরে মিজানকে আটক করে নির্যাতনের ঘটনায় ওইদিন রাত ৯টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান লালমনিরহাট জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. সাজিদ মাহবুব মেলভিন। মেলভিন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদের ছেলে।

এদিকে কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, ‘আমি বিষয়টি জানতে পেরেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অবশ্যই আমি প্রতিপালনে প্রস্তুত আছি।’