
নিউজ ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলার এক ইউপি চেয়াম্যান এর নামে জিডি করেছেন সড়ক ও জনপথ বিভাগের এক উপ-সহকারী প্রকৌশলী। তবে ঐ ইউপি চেয়াম্যান জিডিতে উল্লেখিত বিষয়টিকে অসত্য ও ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
জিডি সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা আরিচা মহাসড়কে রক্ষণাবেক্ষ কাজে সূতিপাড়া এলাকায় উপসহকারী প্রকৌশলী আব্দুল মমিন দায়ত্বপালন কালে স্থানীয় ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান তার ব্যক্তিগত গাড়ী থেকে নেমে উচ্চবাচ্য করতে থাকেন। পরিচয় দেওয়ার পরও সওজ কর্মকর্তাকে উদ্দেশ্য করে চেয়ারম্যান গালিগালাজ করেন এবং তার গলাটিপে ধরেন। রাস্তা বন্ধ করে কাজ করা হচ্ছে কেন এমন প্রশ্ন করে তাকে কিলঘুষি মারেন বলে জিডিতে উল্লেখ করেন ঐ সওজ কর্মকর্তা।
আজ বুধবার সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান চৌধুরী রোমা জিডিতে উল্লেখিত অভিযোগের বিষয়টিকে অসত্য ও ভিত্তিহীন মন্তব্য করে সাংবাদিকদের জানান, অদক্ষ লোক দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের ফলে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে শতশত যানবাহন ও যাত্রীরা চরম ভুগান্তিতে পরে। চেয়ারম্যান ওই পথে যাচ্ছিলেন। যাত্রাকালে জনদুর্ভোগ দেখে তার ব্যক্তিগত গাড়ী থামিয়ে বিষয়টি জানতে চান। চেয়ারম্যানকে ড্রাইভার মনে করে তার সাথে ক্ষিপ্ত হন ও উধ্যত্বপূর্ণ আচরণ করেন ঐ কর্মকর্তা। নিজেকে স্থানীয় চেয়ারম্যান পরিচয় দেওয়ার পরও তিনি ও তার লোকজন ঐ চেয়ারম্যানের উপর চড়াও হয়। পরে স্থানীয় লোকজন চেয়ারম্যানকে চিনতে পেরে ঐ প্রকৌশলী ও তার লোকজনকে বাধা প্রদান করে। একজন সরকারী কর্মকর্তার কাছে এমন ঔধ্যত্বপূর্ণ আচরণ আশা করা যায়না বলে মন্তব্য করেন সূতিপাড়া ইউপি চেয়ারম্যান রমিজুর রহমান রোমা।






















