• আজ ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ | মাঝ পথে থেমে গেলো কক্সবাজারগামি পর্যটন এক্সপ্রেস ট্রেন |

নওগাঁয় স্থানীয় গাইড অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৬:৩৭ অপরাহ্ণ | নভেম্বর ১৯, ২০২২ সারাদেশ

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি :   নওগাঁয় একদিনের স্থানীয় গাইড ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে  প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয চত্বরে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়। 

বাংলাদেশ গার্ল – গাইড এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার ও প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু। নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, নওগাঁ সদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, রাজশাহীর  আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা এবং জাতীয় কমিশনার চাঁদ সুলতানা  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্ল –গাইড এ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা কমিশনার নিলীমা আখতার জাহান। 
এই ক্যাম্পে নওগাঁ জেলার ম্যাধ্যমিক পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০ জন গাইড সদস্যসহ প্রধান শিক্ষক ও গাইড শিক্ষকরা  অংশ গ্রহণ করেছেন। 

পরে অনুষ্ঠিত হয় তাঁবু জলসা। এ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।