• আজ ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আওয়ামী লীগ কি নিষিদ্ধ হচ্ছে, যা জানালেন আসিফ মাহমুদ | দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: প্রধান উপদেষ্টা | জামাতার স্বপ্ন পূরণেই কি ‘গাজা দখল’ নিতে চান ট্রাম্প? | আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকার দেশত্যাগে নিষেধাজ্ঞা | প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন মনির হায়দার | ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি ভাঙচুরের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি | ‘হাসিনা তুমি এই প্রজন্মের সঙ্গে বিট্রেই করে ভুল করেছো’ | ‘কাউয়া কাউয়া’ স্লোগানে ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুন | হাসিনার ভাষণে ক্ষুব্ধদের ‘৩২ নম্বর’ ভাঙচুর, আন্তর্জাতিক মিডিয়ায় ফলাও করে প্রচার | সৃজিত প্রসঙ্গে কথা বলতে চান না মিথিলা |

নওগাঁয় স্থানীয় গাইড অনুষ্ঠিত

| নিউজ রুম এডিটর ৬:৩৭ অপরাহ্ণ | নভেম্বর ১৯, ২০২২ সারাদেশ

কামাল উদ্দিন টগর,নওগাঁ প্রতিনিধি :   নওগাঁয় একদিনের স্থানীয় গাইড ক্যাম্প ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টা থেকে  প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয চত্বরে বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়। 

বাংলাদেশ গার্ল – গাইড এ্যাসোসিয়েশন নওগাঁ জেলা আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় কমিশনার ও প্যারিমোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানু। নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: লুৎফর রহমান, নওগাঁ সদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা ইমাম উদ্দিন, রাজশাহীর  আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা এবং জাতীয় কমিশনার চাঁদ সুলতানা  অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গার্ল –গাইড এ্যাসোসিয়েশনের নওগাঁ জেলা কমিশনার নিলীমা আখতার জাহান। 
এই ক্যাম্পে নওগাঁ জেলার ম্যাধ্যমিক পর্যায়ের ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯০ জন গাইড সদস্যসহ প্রধান শিক্ষক ও গাইড শিক্ষকরা  অংশ গ্রহণ করেছেন। 

পরে অনুষ্ঠিত হয় তাঁবু জলসা। এ পর্বে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।