

নেপাল : আজ, ঠাকুর রাম বহুমুখী ক্যাম্পাসের একজন নেপালি ছাত্র
ইউনিয়ন ইউনিট কমিটি কর্তৃক সদস্যপদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেপাল বিদ্যার্থী সংঘ কেন্দ্রের কেন্দ্রীয় প্রতিনিধি সুরজ সেজুয়াল ও অশোক বিষ্টের উপস্থিতিতে সদস্যপদ বিতরণ করা হয়।
সদস্যপদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধি সুরজ সেজুয়াল বলেন, পারসা জেলায় নেপাল বিদ্যার্থী সংঘের কার্যক্রম খুবই সক্রিয়। সেই সময়ে নেপালি কংগ্রেস একটি বড় ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে নির্বাচিত হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
একইভাবে, আজ ঠাকুর রাম বহুমুখী কমপ্লেক্সে অনুষ্ঠিত মূল কর্মীদের সভায় কেন্দ্রীয় প্রতিনিধি অশোক বিষ্ট বলেছেন যে দেশ অনুযায়ী নেপাল স্টুডেন্টস ইউনিয়নের আইন ও বিধিমালা আপডেট করে খসড়া তৈরি করা হচ্ছে। ফেডারেলিজম। রাহুল কুমার গুপ্ত, নেপাল বিদ্যার্থী সংঘের কেন্দ্রীয় প্রতিনিধি, সুরজ সেজুয়ালের কাছ থেকে সদস্যপদ গ্রহণ করে, তিনি বলেছেন যে তিনি ঠাকুর রাম বহুমুখী ক্যাম্পাসে নেপাল বিদ্যার্থী সংঘকে জয়ী করতে কঠোর পরিশ্রম করবেন। ঠাকুর রাম বহুমুখী কমপ্লেক্সের নির্বাচিত সদস্য ছিলেন ধর্মরাজ যাদব, ফিরোজ আনসারি, ইউসুফ আহমেদ।