• আজ ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক আমান উল্লাহ আনোয়ারকে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ -বিএমইউজে

| নিউজ রুম এডিটর ৬:৪৫ অপরাহ্ণ | জুন ২৫, ২০২৩ অপরাধ-দুর্নীতি

বিএমইউজে কক্সবাজার জেলার অন্যতম সিনিয়র নেতা জাতীয় দৈনিক আজকের বসুন্ধরার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান, কক্সবাজারের স্থানীয় দৈনিক আপন কণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক আমান উল্লাহ আনোয়ারকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে মটরসাইকেল যোগে বাড়ী ফেরার পথে খুনিয়া পালং এলাকায় দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। প্রচুর রক্তক্ষরণের কারণে তাকে সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) এর কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান সাংবাদিক ও মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজু সহ কক্সবাজার, ফেনী, নওগাঁ, পাবনা, চট্টগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ জেলা, ভৈরব উপজেলা, নরসিংদী, লক্ষীপুর, নোয়াখালী, সিলেট, ফরিদপুর জেলা শাখার পক্ষ থেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন।

আহত রোগীর অবস্থা আশঙ্কা জনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। তাঁর দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে নেতৃবৃন্দ দোয়া প্রত্যাশা করেছেন।