

রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। জানা গেছে, গত ১২ জুলাই বুধবার রাজশাহী জেলা পুলিশ কার্যালয়ের ডিল সেটে মাসিক কল্যাণ সভার অনুষ্ঠানে গত জুন মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে রাজশাহী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে কামরুল ইসলামকে সম্মাননা সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম( বার)।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম তরুণ স্মার্ট ও সাহসী পুলিশ কর্মকর্তা হিসেবে সকলের কাছে প্রশংসিত হয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম প্রথমেই কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনকে (বিপিএম বার)। পাশাপাশি ধন্যবাদ জানিয়েছেন জেলা পুলিশ সুপার (অতিরিক্ত) সনাতন চক্রবর্তী ও গোদাগাড়ী সার্কেলের সহকারি পুলিশ সুপার সোহেল রানাসহ জেলার সকল সিনিয়র পুলিশ কর্মকর্তাকে। উপজেলার প্রেমতলী ও কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্র নিয়ে গঠিত গোদাগাড়ী মডেল থানা। তিনি দুটি তদন্তকেন্দ্র ও থানার সকল সহকর্মীদের উদ্দেশ্যে সম্মাননা পুরস্কার উৎসর্গ করে বলেন সকলের অক্লান্ত পরিশ্রমের ফল এই পুরস্কার। আগামীতে এই ধারাবাহিকতা বজায় রাখতে প্রিয় সহকর্মীদের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন ওসি কামরুল ইসলাম।