• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা নারী যাত্রী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে যাবার পথে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা রাজিয়া বেগম নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

নিহত রাজিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইনামনগর কাটাগাঁও’র গ্রামের মৃত আব্দুল কাহারের স্ত্রী। এ দূর্ঘটনায় সিএনজি চালক সহ আরো চার যাত্রী আহত হয়েছেন।

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার থানার নীলপুর রাবার বাড়ি বাজার এলাকা সড়কের উপর রবিবার ওই দূর্ঘটনা ঘটেছে।

সোমবার সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই সাথে সড়ক দূর্টনায় ওই নারী নিহতের ঘটনায় মালবাহি ট্রাক জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে জব্দ করা হলেও ট্রাকচালক ও হেলপারদ্বয় পালিয়ে গেছে বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ইটবোঝাই একটি ট্রাক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা নারী-পুরুষ যাত্রীবাহি সিএনজিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের নীলপুর রাবার বাজার এলাকায় রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে সিএনজিতে থাকা নারী যাত্রী রাজিয়া বেগম তাৎক্ষণিক সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং সিএনজি চালক সহ আরো কমপক্ষে চার যাত্রী আহত হন।