• আজ ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ | সাকিব ও লিটনকে বাদ দেয়ার যে ব্যাখ্যা দিল বিসিবি | ‘জাতীয় ও স্থানীয় নির্বাচন একসাথে করা বাস্তবসম্মত নয়’ | সীমান্তে ফের উত্তেজনা, বিএসএফের নতুন সিদ্ধান্ত | ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজ আ. লীগের পলাতক নেতার  | ফজিলাতুন্নেছা মুজিব হলের নাম ফেরত চেয়ে বাকৃবিতে বিক্ষোভ |

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা নারী যাত্রী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে যাবার পথে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা রাজিয়া বেগম নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

নিহত রাজিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইনামনগর কাটাগাঁও’র গ্রামের মৃত আব্দুল কাহারের স্ত্রী। এ দূর্ঘটনায় সিএনজি চালক সহ আরো চার যাত্রী আহত হয়েছেন।

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার থানার নীলপুর রাবার বাড়ি বাজার এলাকা সড়কের উপর রবিবার ওই দূর্ঘটনা ঘটেছে।

সোমবার সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই সাথে সড়ক দূর্টনায় ওই নারী নিহতের ঘটনায় মালবাহি ট্রাক জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে জব্দ করা হলেও ট্রাকচালক ও হেলপারদ্বয় পালিয়ে গেছে বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ইটবোঝাই একটি ট্রাক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা নারী-পুরুষ যাত্রীবাহি সিএনজিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের নীলপুর রাবার বাজার এলাকায় রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে সিএনজিতে থাকা নারী যাত্রী রাজিয়া বেগম তাৎক্ষণিক সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং সিএনজি চালক সহ আরো কমপক্ষে চার যাত্রী আহত হন।