• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি | এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন | মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩ | মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা |

ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা নারী যাত্রী নিহত, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: হাসপাতালে যাবার পথে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা রাজিয়া বেগম নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন।

নিহত রাজিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ইনামনগর কাটাগাঁও’র গ্রামের মৃত আব্দুল কাহারের স্ত্রী। এ দূর্ঘটনায় সিএনজি চালক সহ আরো চার যাত্রী আহত হয়েছেন।

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের সুনামগঞ্জ সদর উপজেলার থানার নীলপুর রাবার বাড়ি বাজার এলাকা সড়কের উপর রবিবার ওই দূর্ঘটনা ঘটেছে।

সোমবার সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই সাথে সড়ক দূর্টনায় ওই নারী নিহতের ঘটনায় মালবাহি ট্রাক জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে জব্দ করা হলেও ট্রাকচালক ও হেলপারদ্বয় পালিয়ে গেছে বলেও জানান ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ইটবোঝাই একটি ট্রাক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা নারী-পুরুষ যাত্রীবাহি সিএনজিকে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের নীলপুর রাবার বাজার এলাকায় রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় সড়কের পাশে পড়ে গিয়ে সিএনজিতে থাকা নারী যাত্রী রাজিয়া বেগম তাৎক্ষণিক সময়েই মৃত্যুর কোলে ঢলে পড়েন এবং সিএনজি চালক সহ আরো কমপক্ষে চার যাত্রী আহত হন।