• আজ ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

রাজনীতিতে নতুন ইনিংস: মোহাম্মদপুর থানা বিএনপির নেতৃত্বে সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক রাতুল

| Peoples News ৫:২৮ অপরাহ্ণ | জানুয়ারি ৬, ২০২৬ খেলাধুলা

 

মোঃ ইব্রাহিম হোসেনঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ঢাকা মহানগর উত্তরের আওতাধীন মোহাম্মদপুর থানা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক ক্রিকেটার আসিফ আহমেদ রাতুল। গত ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখে এক দাপ্তরিক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে এই নিয়োগের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মোহাম্মদপুর থানা বিএনপিকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে আসিফ আহমেদ রাতুলকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। দল আশা প্রকাশ করে যে, নবনিযুক্ত সদস্য রাজপথের আন্দোলনে ও দলীয় কর্মসূচি বাস্তবায়নে যথাযথ ভূমিকা পালন করবেন।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আসিফ আহমেদ রাতুল বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি রাজপথের একজন কর্মী হিসেবে কাজ করে আসছি। আমাকে মোহাম্মদপুর থানা বিএনপির সদস্য মনোনীত করায় আমি দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ভাই এবং সদস্য সচিব মোস্তফা জামান ভাইয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

তিনি আরও যোগ করেন, “বর্তমান সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমরা একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। দল আমার ওপর যে বিশ্বাস ও আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে, আমি আমার শ্রম ও মেধা দিয়ে তার মর্যাদা রক্ষা করব। মোহাম্মদপুর থানার প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথের যেকোনো আন্দোলনে এবং কেন্দ্রীয় সকল কর্মসূচি বাস্তবায়নে আমি সম্মুখ সারিতে থাকব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য একটাই—জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করা।”

আসিফ আহমেদ রাতুল দেশের ক্রীড়াঙ্গনের একজন পরিচিত মুখ। তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনে রয়েছে নানা সাফল্য: ২০১০ সালে দক্ষিণ এশীয় ফেডারেশন (SAF) গেমসে স্বর্ণপদক বিজয়ী। ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দেন। ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিপিএলে চিটাগং ভাইকিংস, দুরন্ত রাজশাহী, খুলনা রয়্যাল বেঙ্গলস এবং সিলেট সিক্সার্সের হয়ে মাঠ মাতিয়েছেন। এছাড়া ২০১১-১২ মৌসুমে তিনি ছিলেন ঘরোয়া ক্রিকেটে দেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি বাংলাদেশ ‘এ’ দল এবং ইমার্জিং দলের হয়ে বিভিন্ন দেশ সফর করেছেন।

রাজনীতিতে সক্রিয় হওয়ার পর ২০২৫ সালে তিনি ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল’—এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।