• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

শেরপুরের নালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াসিন (৩৬) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৩ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের পশ্চিম বাগিচাপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রায় ৫-৬ মাস আগে একই এলাকায় পারিবারিকভাবে বিয়ে করে ইয়াসিন। বিয়ের প্রায় দুই মাস পর সে ঢাকার দিকে একটি ইটভাটয় শ্রমিকের কাজ করতে চলে যায়। তিন মাস থাকার পর কয়েকদিন হলো বাড়ি আসে। সোমবার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি আসে এবং দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সন্ধ্যায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলে ইয়াসিনকে রশি দিয়ে ঘরের ধর্ণায় ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ইয়াসিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ি ফেরার পর ইয়াসিন ও তার স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে ইয়াসিন আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পরিবারে কারও আপত্তি না থাকায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।