• আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা | বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’ | শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনড | যুক্তরাজ্যে টিউলিপের তহবিল জব্দে কাজ করছে দুদক | আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না |

শেরপুরের নালিতাবাড়ীতে ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াসিন (৩৬) নামে এক ইটভাটা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৩ জানুয়ারি সোমবার রাত ৯টার দিকে উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের পশ্চিম বাগিচাপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রায় ৫-৬ মাস আগে একই এলাকায় পারিবারিকভাবে বিয়ে করে ইয়াসিন। বিয়ের প্রায় দুই মাস পর সে ঢাকার দিকে একটি ইটভাটয় শ্রমিকের কাজ করতে চলে যায়। তিন মাস থাকার পর কয়েকদিন হলো বাড়ি আসে। সোমবার শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি আসে এবং দুপুরের খাবার খেয়ে নিজ ঘরে দরজা বন্ধ করে ঘুমাতে যায়। সন্ধ্যায় পরিবারের লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করলে ইয়াসিনকে রশি দিয়ে ঘরের ধর্ণায় ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে ইয়াসিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, বাড়ি ফেরার পর ইয়াসিন ও তার স্ত্রীর মাঝে বনিবনা হচ্ছিল না। ধারণা করা হচ্ছে, এ কারণেই অভিমানে ইয়াসিন আত্মহত্যা করেছে।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পরিবারে কারও আপত্তি না থাকায় অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।