• আজ ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মুরাদনগরে সুতার গোডাউনে আগুনে ক্ষতি প্রায় অর্ধ কোটি ।

| Evan Adil ২:৫২ অপরাহ্ণ | মে ১১, ২০২৪ লিড নিউজ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বি চাপিতলা গ্রামে ব্যবসায়ী আবু মুছার গোডাউনে আগুন লেগে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।

শনিবার ভোর ৩টার পর আগুনের লেলিহান শিখা দেখে
গ্রামের লোকজন যে যা পেয়েছে তাই নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে, ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর প্রচেষ্টায় সকাল ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর মধ্যে ব্যবসায়ী আবু মুছার সুতার গোডাউনের সকল মালামাল পুড়ে যায়।

এ ব্যপারে ব্যবসায়ী আবু মুছা বলেন আমার কোন শত্রু নেই। তবে আমার মনে হচ্ছে আগুন বারান্দা দিয়ে কে বা কাহারা লাগিয়েছে, আমার সব শেষ হয়ে গেছে। আমি ব্র্যাক ব্যাংক থেকে ১৪ লাখ টাকা লোন করেছি, আমার ব্যবসার
সাথে প্রায় দেড়শত পরিবার জড়িত ছিল।

মুরাদনগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ আমজাদ হোসেন বলেন আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আগুন কিভাবে লেগেছে এখন ই বলা সম্ভব নয়, তদন্ত করে বলা যাবে কি ভাবে কোথায় থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।