

সাংবাদিক সাইফুল ইসলাম । শরীয়তপুর জেলা
প্রতিনিধি। শরীয়তপুরের ঘোজায় (পাকার মাথা) অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি
শরীয়তপুর জেলার সদর থানা আংগারিয়া ইউনিয়নের ঘোজা ( পাকার মাথায় ) গতকাল ১১ মে শনিবার রাত দুইটার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অনেকগুলো দোকান পুড়ে যায়। এর মধ্যে ছিল ঔষধের দোকান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বিকাশের ও মুদি দোকান।
স্থানীয়রা জানান রাতের শেষভাগে হঠাৎ করে বৈদ্যুতিক কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের অভিযোগ যদি ফায়ার সার্ভিস সঠিক সময় আসতো তাহলে এত বিপুল পরিমাণের ক্ষতি হতো না।