• আজ ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

ভালবাসার অনন্য নিদর্শন ভিসির সাথে , ভিসির সৌজন্য সাক্ষাৎ!

| নিউজ রুম এডিটর ৮:৫৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৮, ২০২৪ শিক্ষাঙ্গন

 

নিজস্ব প্রতিবেদক :দারুসসালাম ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আবুল হাসান মোহাম্মদ সাদেকের সাথে তার পরিবারের সবাইকে নিয়ে সৌজন্য  সাক্ষাৎ করেন।

প্রফেসর ড. সাদেক আন্তরিকতার সাথে প্রফেসর মিজান ও তাঁর পরিবারকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।

 

এক সাক্ষাৎকারে প্রফেসর ড. শেখ আসিফ এস মিজান পিপলস নিউজ কে বলেন, “আমি প্রফেসর সাদেক স্যারের অধীনে সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছি। আমাদের সম্পর্ক অত্যন্ত গভীর এবং এটি উচ্চশিক্ষার ক্ষেত্রে আমাদের সহযোগিতা ও উন্নয়নের জন্য অতি গুরুত্বপূর্ণ।”

সাক্ষাতে উভয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। উভয় পক্ষ উচ্চশিক্ষার উন্নয়নে যৌথভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে  উপস্থিত সকলে একত্রে নৈশভোজে অংশগ্রহণ করেন।

ড.আবুল হাসান মোহাম্মদ সাদেক এর আতিথেয়তায় মুগ্ধ হয়ে  ড. মিজান,  ড. সাদেককে ধন্যবাদ জানান এবং দারুসসালাম ইউনিভার্সিটিতে আমন্ত্রণ জানান।

এটি উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে বলে তারা দুইজনই আশাবাদী।