• আজ ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশকে ১১১ রানের লক্ষ্য দিলো পাকিস্তান

| নিউজ রুম এডিটর ৭:৫৬ অপরাহ্ণ | জুলাই ২০, ২০২৫ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

 

বাংলাদেশকে ১১১ রানের লক্ষ্য দিয়েছে পাকিস্তান। ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টাইগার বোলারদের দুরন্ত বোলিংয়ে ১১০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।

আজ রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ধুঁকতে থাকে পাকিস্তান।

দ্বিতীয় ওভারেই তাসকিন আহমেদের বলে কাটা পড়েন ৬ রান করা সাইম আইয়ুব। শেখ মেহেদি হাসানের বলে ক্যাচ দিয়ে ফেরেন মোহাম্মদ হারিস। অধিনায়ক সালমান আগাকে ক্যাচ আউটের ফাঁদে ফেলেন তানজিম সাকিব। মোস্তাফিজুর রহমানের পেসে কাটা পড়েন হাসান নাওয়াজ। রান আউট হন মোহাম্মদ নাওয়াজ। একপর্যায়ে দলীয় ৪৬ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান।

সাময়িক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা চালালেও ৪৪ রানে ফখর জামান সাজঘরের পথ দেখলে বিপদ আরও বাড়ে সফরকারীদের।

এদিন ৩ পেসার ও ১ স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। সবশেষ গত মে মাসে পাকিস্তান সফরে ৩-০ ব্যবধানে হেরে হোয়াইট ওয়াশ হয়েছিলো বাংলাদেশ।

এর আগে, ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছিলো বাংলাদেশ।