• আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’ | রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই | পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম | চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান | মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, স্লট বাতিল চেয়েছে এফএআই এভিয়েশন | শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের | যেভাবে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী | উনি মানসিক ভাবে অসুস্থ!’ জেলে বসেই মুনিরকে নিশানা ইমরানের, দেখা করার পর দাদার বার্তা প্রকাশ উজ়মার | এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা | মোবাইলে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা যেভাবে মিলবে |

সাকিবের রেকর্ড ভাঙলেন মুস্তাফিজ

| নিউজ রুম এডিটর ২:২৬ পূর্বাহ্ণ | মে ২৫, ২০২৫ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

 

মুস্তাফিজুর রহমান আগের দুই ম্যাচের মতোই বোলিংয়ে ধারাবাহিক ছিলেন দিল্লির হয়ে। এই বাঁহাতি পেসার একাই শিকার করেছেন তিন উইকেট। এমন বোলিংয়ে বাংলাদেশের হয়ে আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারিও বনে গেছেন মুস্তাফিজ। এই বাঁহাতি পেসার আলো ছড়ালেও দলের বাকি বোলাররা সুবিধা করতে পারেননি। তাতে দুইশ ছাড়ানো সংগ্রহ পায় পাঞ্জাব।

শনিবার (২৪ মে) জয়পুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করেছে পাঞ্জাব। যদিও ৩ বল বাকি থাকতেই ৬ উইকেটের সহজ জয় তুলে নেয় দিল্লি।

এই ম্যাচে দিল্লির হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেছেন শ্রেয়াস আইয়ার। দিল্লির হয়ে ৩৩ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজ।

বল হাতে দিল্লিকে ভালো শুরু এনে দেন মুস্তাফিজ। ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই ব্রেকথ্রু দেন এই বাঁহাতি পেসার। নিজের প্রথম ওভারের পঞ্চম বলটা অফ স্টাম্পের ওপর খানিকটা খাটো লেংথে করেছিলেন ফিজ। সেখানে পুল করতে গিয়ে ভুল করেন প্রিয়াংশু। বল সোজা উপরে উঠে যায়। সহজেই বল গ্লাভসবন্দি করেন উইকেটকিপার ট্রিস্টান স্টাবস।

নিজের দ্বিতীয় ওভারে অবশ্য খানিকটা খরুচে ছিলেন মুস্তাফিজ। ১৪ রান খরচ করেন তিনি। তবে ডেথ ওভারে বোলিংয়ে ফিরে আবারো জ্বলে ওঠেন এই পেসার।

১৬তম ওভারে নিজেদের দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসেও উইকেট পেয়েছেন। চতুর্থ বলে উইকেটের পেছনে ধরা পড়েন শশাঙ্ক সিং। এরপর ইনিংসের শেষ ওভারে ফিরে মার্কো জানসেনকে আউট করেছেন মুস্তাফিজ। সবমিলিয়ে ৩৩ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি।