• আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকে বানচাল করার মতো কোনও শক্তি পৃথিবীতে নেই’ | রাজশাহীতে গর্তে পড়া শিশু সাজিদ বেঁচে নেই | পদত্যাগ করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম | চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে জোবাইদা রহমান | মঙ্গলবার ঢাকায় আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, স্লট বাতিল চেয়েছে এফএআই এভিয়েশন | শাহবাগ অবরোধ ৫ কলেজের শিক্ষার্থীদের | যেভাবে জামায়াতের প্রার্থী হলেন কৃষ্ণ নন্দী | উনি মানসিক ভাবে অসুস্থ!’ জেলে বসেই মুনিরকে নিশানা ইমরানের, দেখা করার পর দাদার বার্তা প্রকাশ উজ়মার | এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ জন্ম লাভ করবে: প্রধান উপদেষ্টা | মোবাইলে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা যেভাবে মিলবে |

পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব

পিএসেলের মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। গতকাল বুধবার জানা যায়, চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি। যদিও এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা।

তবে আজ বৃৃহস্পতিবার জানা গেল পিএসএল খেলতে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র। সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারো মাঠে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।

লাহোর কালান্দার্সে এবারের আসরে শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। ১৭ তারিখ থেকে আরেকদফায় শুরু হওয়া পিএসএলে তিনি খেলবেন কি না তা এখন পর্যন্ত অনিশ্চিত। এছাড়া নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক সূচির কারণে দল ছাড়তে পারেন অনেকেই। সেই দিক থেকেই পিএসএলে কপাল খুলেছে সাকিব আল হাসানের।

 

পিএসএলে অবশ্য এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

পিএসএলে মোট ১৪টি ম্যাচ খেলেছেন সাকিব। ব্যাট হাতে ১৮১ রান করেছেন, ১৬.৩৬ গড়ে এবং ১০৭.১৪ স্ট্রাইক রেটে। সেই সঙ্গে বল হাতে ৮টি উইকেট নিয়েছেন, ৭.৩৯ ইকোনোমিতে ।