• আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

শ্রেণিকক্ষ পাওয়ার আশ্বাসে ১২ঘন্টার অনশন ভাঙলেন ইবির চারুকলার শিক্ষার্থীরা

| নিউজ রুম এডিটর ১:২৭ অপরাহ্ণ | নভেম্বর ৫, ২০২৪ শিক্ষাঙ্গন

 

মানিক হোসেন, ইবি: অবশেষে শ্রেণিকক্ষ পাওয়ার আশ্বাসে দীর্ঘ ১২ ঘন্টা পরে অনশন ভাঙলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। চারুকলার জন্য বরাদ্দকৃত কক্ষ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৩ টায় প্রক্টর এবং বিভাগের সভাপতি ও অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে ৪ দফা দাবি দিয়ে তারা অনশন ভাঙেন।

অনশনরত শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের দাবির বিষয়টি সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন যা কলা অনুষদের ডিন মহাদয় আমাদের বিভাগের সভাপতির উপস্থিতিতে নিশ্চিত করেছেন।  এছাড়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমাদের অধিকার আদায়ের জন্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন। এই মর্মে তাদের ওপরও আস্থা রাখলাম। যদি দাবি মেনে না হয়, তাহলে পরবর্তী কর্মসূচী আমরা নির্ধারণ করবো।

তাদের চার দফা দাবি হলো- বরাদ্দকৃত কক্ষ আমাদেরকে বুঝিয়ে দিতে হবে, ক্যাম্পাসে দখলের ভিত্তিতে কক্ষ বরাদ্দের সংস্কৃতি নির্মুল করতে হবে, শিক্ষার্থীদের সাথে অসদাচরণের দায়ে ফখরুল স্যারের প্রশাসনকতৃক শোকজ করা লাগবে এবং দাবি আদায় না হলে ব্যর্থতার দায় নিয়ে ডিন স্যারকে পদত্যাগ করতে হবে।

এর আগে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন অনশনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আগামীকাল অর্থাৎ আজ উপাচার্যের সাথে বসে চারুকলার বরাদ্দকৃত রুমে তুলে দেয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। আমি যদি ব্যার্থ হই তাহলে আমি স্বেচ্ছায় পদত্যাগ করে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বসবো।