
দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলেছে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। তিনি দলটির হয়ে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে সন্ধ্যায় দলটির ঢাকা সিটি সাউথ নামের একটি ফেসবুক পেজ থেকে বিষয়টি সঠিক নয় বলে জানানো হয়।
বিভ্রান্তি নিরসন শিরোনামে দেয়া পোস্টে জানানো হয়, জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কোনো সংসদীয় আসনের প্রার্থী পরিবর্তন হয়নি।
পোস্টে দেয়া তথ্যানুযায়ী, ঢাকা ৪ আসনে সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা ৫ আসনে মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা ৬ থেকে ড. মো. আব্দুল মান্নান, ঢাকা ৭ থেকে হাফেয হাজী এনায়েত উল্লাহ, ঢাকা ৮ আসনে ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা ৯ আসনে কবির আহমদ ও ঢাকা ১০ আসনে মো. জসিম উদ্দিন সরকার জামায়াতের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ঢাকা-৫ আসনে জামায়াতের পূর্ব ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারীকে মনোনয়ন দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ওই সব পোস্টে অনেকেই আজহারীকে অভিনন্দন জানিয়েছেন।
বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও দলটির মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সাংবাদিকদের বলেন, ‘জামায়াত থেকে ঢাকার বিভিন্ন আসনে মনোয়ন দেয়া প্রার্থীদের পরিবর্তনে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’






















