

কে এম শাকীর, নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে হাজার হাজার জনতার ঢলে অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকালে স্থানীয় জামায়াত অফিস থেকে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি স্থানীয় জামায়াত অফিস থেকে বের হয়ে ঝর্ণার মোড়ে উপস্থিত হলে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জনতার মিছিলে রূপ নেয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রাণী সম্পদ মোড়ে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ শাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য প্রভাষক ছাদের হোসেন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী জেলা জামায়াতের শূরা সদস্য ও সৈয়দপুর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল মুনতাকিম। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আখতারুজ্জামান বাদল, উপজেলা সেক্রেটারি ফেরদৌস আলম,সহকারী সেক্রেটারি শিব্বির আহমেদ, রবিউল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জরুল ইসলাম প্রমূখ।
প্রধান অতিথি বলেন, আজ জামায়াতের এই বিশাল মিছিল দেখে একটি দলের নেতা কর্মীরা ঈর্ষান্বিত হয়ে জামায়াতের মিছিলে বাঁধা দিয়েছে। জনতার এ বাঁধ কোন বাধা আটকাতে পারবে না। তিনি বলেন জামায়াতের সুশৃঙ্খল রাজনীতি দাবায়ে রাখতে পারবেন না। তিনি বলেন ৫ আগষ্টের পর একটি দল নির্বাচনের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা ট্রাকের সাথে ধাক্কা খেলেও বলেন নির্বাচন দেন সব ঠিক হয়ে যাবে। এ দেশে আর যেমন তেমন নির্বাচন হতে দেয়া হবে না।
আমার দেশের ছাত্র জনতার শাহাদতের রক্ত বৃথা যেতে দিব না। শহীদের খুনিদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হতে দেয়া হবে না। এ দেশে চাঁদাবাজদের ঠাঁই নাই। ৩৬ জুলাইয়ের পর দেশে একদল চাঁদাবাজির রাজত্ব শুরু করেছে। আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যে কোন কর্মসূচী সফল করতে সকলকে উদাত্ত আহবান জানান তিনি।