
ঢাকার ধামরাইয়ে ৭ টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে পাঁচটিকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড ও দুইটি ইটভাটার চিমনি ভেঙে গুঁড়িয়ে দিয়ে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (২৬ নভেম্বর) পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী মেজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় কুল্লা ইউনিয়নের মেসার্স মাহি ব্রিকস, রোয়াইল ইউনিয়নের এবিসি স্টার ব্রিকস ও মেসার্স থ্রি স্টার ব্রিকস, সুতিপাড়ায় লায়ন ব্রিকস, দাদা,এস এন বি,জেএনবি,আর এস বি,ও একটি টায়ার কারখানায়,এ অভিযান চালানো হয়।
এরমধ্যে ৫ ব্রিকসকে ১৫ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয় আর দুটি ব্রিকসে চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করা হয়।
ওদিকে ভাটায় অভিযান চলাকালে মাহি ব্রিক্স এর মালিক সোলাইমান ভাটা ভাঙ্গায় বাঁধা দিতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন তাকে সরিয়ে দিতে চেষ্টা করেন। এ সময় ভাটা মালিক সোলাইমান মাটিতে লুটিয়ে পড়েন। পরে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে প্রেরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, ধামরাই উপজেলায় বায়ু দূষণ প্রতিরোধে অবৈধ ইটভাটার ওপরে অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে ৭ টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে। এরমধ্যে পাঁচটিকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুটি ইটভাটার চিমনি ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের উর্ধতন কর্মকর্তা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।






















