• আজ ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

রাজধানীতে আগুন

রাজধানীতে চলন্ত বাসে আগুন

| Peoples News ৯:১৬ অপরাহ্ণ | ডিসেম্বর ১২, ২০২৫ লিড নিউজ, সারাদেশ

রাজধানীর বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে খবর আসে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত বাসে আগুন লেগেছে।’ খবর পাওয়ার পরপরই বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজগুলোতে দেখা যায়, দাউ দাউ করে জ্বলা বাসটি তখনও রাস্তায় চলন্ত অবস্থায় রয়েছে।

ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি যে অগ্নিকাণ্ডের সময় বাসটিতে কোনো যাত্রী ছিল কি না।

আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাতের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে তিনি জানান।

বাস আগুন রাজধানীর