
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে বিএনপির প্রার্থী এবং দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই করে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান এ ঘোষণা করেন।
এ আসনে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থী গোলাম রব্বানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
এছাড়া দলীয় মনোনয়ন সঠিক না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
এ আসনে মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান জানান, বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার নির্বাচনি কার্যক্রম সমাপ্ত করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।
উল্লেখ্য যে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় মৃত ঘোষণা করেন তাকে চিকিৎসকরা। তার বয়স হয়েছিল ৮০ বছর।





















