• আজ ৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

কোরআন নিয়ে কটুক্তি করে কারাগারে যুবক

| নিউজ রুম এডিটর ৮:২০ অপরাহ্ণ | অক্টোবর ১৯, ২০২১ সারাদেশ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পবিত্র কোরআন নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আটককৃত যুবককে কারাগারে প্রেরণ করেছে আদালত।

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে ৩টার দিকে তাকে মুন্সিগঞ্জ আমলী আদালত-২ এ হাজির করা হলে বিচারকের নিকট ১৬৪ ধারায় স্বীকারোক্তির মূলক জবানবন্দি দেয় ওই যুবক। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজনীন রেহানা তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মুন্সিগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন তাকে কারাগারে প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল রাত ৯টার দিকে তাকে আটক করে সিরাজদিখান থানা পুলিশ। তার বিরুদ্ধে রাতেই থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়।

সিরাজদিখান থানার ওসি মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, ওই যুবক ফেসবুকে পবিত্র কোরআন সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিভিন্ন জনের কাছে ছড়িয়ে দেয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে তার মোবাইলটি জব্দ করেছে।

পিএন/জেটএস


করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে