• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক |

সদ্য নির্বাচিত স্বতন্ত্র চেয়ারম্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুলিশ

| নিউজ রুম এডিটর ১২:২৯ অপরাহ্ণ | নভেম্বর ৩০, ২০২১ রাজনীতি

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আসাদুল হককে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ।

সোমবার রাত সাড়ে ১১ টার দিকে আসাদুল হকের বৈচানাস্থ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন আসাদুল হকের পরিবারের এক সদস্য।

নাম প্রকাশ বা করার শর্তে ওই সদস্য বলেন, মাগরিবের সময় পুষ্পকাটি সরদার বাড়িতে সদ্য নির্বাচিত মেম্বর ও পরাজিত মেম্বর ও তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

ওই ঘটনা সম্পর্কে আসাদুল হক কিছুই জানেনা। পরে পুলিশ এসে কোন কারণ ছাড়াই তাকে তুলে নিয়ে গেছে।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, নির্বাচনের পর এলাকায়, মারামারী, ঘর, বাড়ি ভাংচুরের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে। কারা ওই ঘটনায় জড়িত তা জানার জন্য এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানাবো।

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর দেবহাটার কুলিয়া ইউপি নির্বাচনে ৬৮০ ভোটের ব্যবধানে নৌকা প্রতিকের প্রার্থী আসাদুল ইসলামকে পরাজিত করে জেলা আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত সহ-সভাপতি ও ঘোড়া প্রতিকের প্রার্থী আসাদুল হক।