• আজ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বাগেরহাটে পুষ্টি বিষয়ক সচেতনতা মূলক ক্যাম্পেইন

| নিউজ রুম এডিটর ৫:১২ অপরাহ্ণ | ডিসেম্বর ২২, ২০২১ বাগেরহাট, সারাদেশ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জেলা ভিক্তিক পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ইয়ুথ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । বুধবার (২২ ডিসেম্বর) সকালে পুষ্টি উন্নয়নে অংশগ্রহন মূলক সমন্বিত প্রকল্পের আওতায় বাগেরহাট পৌরসভার শুভেচ্ছা সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মো: আজিজুর রহমান।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য মূখার্জী রবিন্দ্রনাথ, বাগেরহাট ফাউন্ডেশন এর সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, নাগরিক কমিটির কোঃ চেয়ারপার্সন রিজিয়া পারভিন, সাধারন সম্পাদক তসলিম আহম্মেদ টংকার, সহ-সাধারণ সম্পাদক কল্লোল সরকার, অধ্যক্ষ ফরহানা খানম, বাগেরহাট পৌরসভার প্যানেল চেয়ারম্যান শাহনেওয়াজ মোল্লা দোলন, ক্রেইন প্রকল্পের জেলা মবিলাইজার শরিফুল বাসার, এছাড়া জেলার ৪টি উপজেলায় পুষ্টিরমান উন্নয়নের লক্ষে জেলা পুষ্টি উন্নয়নে নাগরিক কমিটি ও উপজেলা বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিস, সাংবাদিকসহ সাধারন জনগন উপস্থিত ছিলেন। পরে পুষ্টি বিষয়ক সচেতনতা মূলক পটগান পরিবেশনা করা হয়।