মোঃরফিকুল ইসলাম মিঠু।। রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর উত্তরা পূর্ব থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইমন মিয়া।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, বুধবার (২৬ জানুয়ারি ২০২২) সন্ধ্যা ৬:৪৫টায় উত্তরা পূর্ব থানার আব্দুল্লাহপুরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে খন্দকার সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করা হয়। পরবর্তী সময়ে তার নিকটে থাকা ব্যাগ তল্লাশি করে সাদা কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।