• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় পিড়াকৈর দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

| নিউজ রুম এডিটর ৭:৩৪ অপরাহ্ণ | জানুয়ারি ২৭, ২০২২ নওগাঁ, সারাদেশ

মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পিড়াকৈর দাখিল মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপরে পিড়াকৈর দাখিল মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আলহাজ্ব ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহাঃ ইমাজ উদ্দিন প্রামানিক এম.পি।

এসময় মান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোল্লা মোঃ এমদাদুল হক, মান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাজিম উদ্দীন মন্ডল, ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজীবুর রহমান, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, মান্দা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।